প্রেস বিজ্ঞপ্তি:
ইন্টারন্যাশনাল ডে অব পারসনস উইথ ডিসএবিলিটি উদযাপনের অংশ হিসেবে আপাসেনের উদ্যোগে সোমবার এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় এবং আপাসেনের সার্বিক তত্ত্বাবধানে পূর্ব লন্ডনের এট্রিয়াম ইভেন্টস ভেন্যুতে বিশেষ এই দিনটি উদযাপিত হয়। ডিসেবিলিটি নেটওয়ার্কের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে আপাসেনের শিক্ষার্থী ছাড়াও ডিসেবিলিটি নেটওয়ার্কের অন্তর্ভূক্ত ১১টি সংগঠন ও সরকারি বেশ কয়েকটি সংস্থা অংশ নেয়। বিশেষ এই উদযাপনের অংশ হিসেবে শিক্ষা, সংস্কৃতি ও কর্মক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০ জনকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বার্টস হেলথ এনএইচএস ট্রাস্ট-এর এসোসিয়েট ডাইরেক্টর বেথ ব্রাউন, আপাসেনের চিফ অপারেটিং অফিসার মার্ক ফৌল্ডস, আপাসেনের প্যারেন্টস অ্যাম্বাসেডর আমির হোসেন এবং সংস্থাটির ট্রাস্টি ও কর্মকর্তাবৃন্দ।

বিশ্বজুড়ে ৩রা ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ডিসএবিলিটি ডে উদযাপনের অংশ হিসেবে প্রতিবছরই আপাসেন শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে আসছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ম্যাজিক শো, প্যারা কার্নিভ্যাল ছাড়াও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন আপাসেন শিক্ষার্থীরা।