মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে Victim Support International-এর সমাবেশ অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on linkedin

প্রেস বিজ্ঞপ্তিঃ 

মানবাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হলো Victim Support International আয়োজিত এক গুরুত্বপূর্ণ প্রতিবাদ সমাবেশ।

স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে BBC Broadcast Headquarters (Portland Place, London W1A 1AA) প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. আজিজুল আম্বিয়া, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ইউকে-এর সভাপতি ও মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আলীমুজ্জামান, ফজলে রাব্বি স্মরণ, তারেক রায়হান, নারী নেত্রী রুজি বেগম, এডভোকেট তাসলিমা খানম রিভীন, কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মমিন আহমেদ, শাকিল সোহাগ, নেওয়াজ শরীফ জনি, মোঃ ছাবিদ মিয়া, আল জাবির, আব্দুর রশীদ, আয়েশা সিদ্দিকী, আহসানুর রহমান, জান্নাতুল ফেরদৌস এবং ইশরাত সাদিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মব সন্ত্রাস, সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক হত্যা ও হয়রানিমূলক মিথ্যা মামলার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা কেবল ব্যক্তি নয়, গোটা সমাজকেই বিপন্ন করছে।”

দৈনিক ভোরের কাগজ-এর যুক্তরাজ্য প্রতিনিধি ও সাংবাদিক আজিজুল আম্বিয়া এবং মানবাধিকার কর্মী মোঃ মাসুম বিল্লাহ সমাবেশে উপস্থিত থেকে সংগঠনের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবাধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশসহ বিশ্বের সকল দেশে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান।

সমাবেশ শেষে সাম্প্রতিক সময়ে নিহত সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আয়োজকরা জানান, অনুষ্ঠানের পর বিবিসি নিউজ প্রধানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে আন্তর্জাতিক মহলকে মানবাধিকার রক্ষায় আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১