লন্ডনে গানে গানে অসাম্প্রাদিয়কতার শপথ

Share on facebook
Share on twitter
Share on linkedin
অভিষেক জিকু-
অসাম্প্রদায়িক মূল্যবোধের চেতনাকে সমুন্নত রাখার লক্ষ্যে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের গানে গত ২১ ডিসেম্বর  সম্প্রীতি কনসার্ট  ইউকের আয়োজনে, কেন্দ্রীয় শহীদ মিনারে  অনুষ্ঠিত  হল, সম্মিলিত কন্ঠে অসাম্প্রদায়িকতার বাণী  ।
সংগঠনের মুখপাত্র ঊর্মি মাজহারের পরিচালনায় এবং গৌরী চৌধুরীর সমন্বয়ে সমবেত কন্ঠে পরিবেশিত হয় মুক্তিযুদ্ধের  স্বাধীন বাংলা বেতারের গান সহ বাউল শাহ আব্দুল করিমের গান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন নজরুল ইসলাম অকিব ও স্মৃতি আজাদ।

অংশগগ্রহণ কারীদের শপথ গ্রহণ ও জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা  দেওয়ান গৌছ সুলতান। শপথ বাক্যে অংশগ্রহণ কারীগণ শপথ নেন –

বাংলাদেশের হাজার বছরের লালিত ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখতে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে একই মঞ্চে কাজ করে যাব। যে চেতনা ও বিশ্বাস থেকে ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদ ও ৩ লক্ষ মা- বোনের জীবন-মান বিসর্জন এবং লাখো মুক্তিযোদ্ধার জীবনপণ সংগ্রামের মধ্যদিয়ে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়েছে আমরা বাংলাদেশের সর্বত্র সেই সব অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতার আদর্শের বাস্তবায়ন দেখতে চাই। আমরা আমাদের কর্ম, চিন্তা ও চেতনায় মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার প্রতি পরম আস্থা এবং মানব সত্তার মর্যাদা ও মূল্যবোধের প্রতি অবিচল শ্রদ্ধাবোধ ধারণ ও প্রতিপালন করব। সময় সময় বাংলাদেশে ভিন্ন ধর্ম, বর্ণ, ধারা ও প্রকৃতির মানুষের উপর যেসব অত্যাচার সংগঠিত হয়েছে আমরা তার  অবসান চাই। বাংলাদেশে ঘটে যাওয়া সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আক্রমন ও ক্ষতিসাধন সহ যত সব নিপীড়ন হয়েছে ওগুলোর নিন্দা জানিয়ে প্রত্যেক ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শান্তি চাই।
আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী জনগন ঘোষনা করছি যে আমাদের প্রতিবেশী দেশসমুহ সহ সর্বত্র সাম্প্রদায়িক সম্পর্ককে অক্ষুন্ন রাখতে এবং যে কোন সহায়ক ভূমিকা পালন করতে সর্বদা সচেষ্ট থাকব।
আমরা বৃটিশ-বাংলাদেশী জনগন আরো ঘোষনা করছি যে যুক্তরাজ্যে বসবাসরত নানা ধর্মের, নানা বর্ণের, নানা সংস্কৃতির, নানা জাতির মানুষের মধ্যে বিদ্যমান বহু- সাংস্কৃতিক সমাজ ব্যবস্থায় আমরা একান্তভাবে বিশ্বাসী এবং এই ঐতিহ্যকে অটুট রাখতে তথা বিভিন্ন নৃগোষ্ঠির মানুষের মধ্যে প্রীতি ও সুসম্পর্ক গঠনে সব সময় দৃষ্টি রাখব।
আমরা আরো ঘোষনা করছি যে আমাদের এই সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত ভাবে চলমান থাকবে। পরস্পরের হাতে হাত ধরে সব ধরণের উগ্রবাদের বিরুদ্ধে আমরা সম্প্রীতির জয়গান গাইব।
উপস্থিত ছিলেন , বীর মুক্তিযোদ্ধা  লোকমান  হোসেন, বীর মুক্তিযোদ্ধা   দেওয়ান গৌছ  সুলতান, ,প্রশান্ত পুরকায়স্থ  বিএমই  সৈয়দ এনামুল ইসলাম ,বিজন ভট্টাচার্য ,লিপি চুন্নু ,মাহফুজা তালুকদার, মারুফ চৌধুরী,আব্দুল আহাদ চৌধুরী ,রবীন পাল , ময়নুর রহমান বাবুল
শাহাব আহমেদ বাচ্চু,আব্দুল হামিদ ,সৈয়দ এনামুল ইসলাম ,ধনঞ্জয় পাল, জয়দীপ রায়,  মাহমুদ হাসান মিঠু, শম্পা কুন্ডু ,জুয়েল রাজ  হাফসা ইসলাম, হেনা বেগম   সহ অনেকে।
উল্লেখ্য বিগত কয়েক বছর ধরে সম্প্রীতি কনসার্ট  ইউকে বাংলাদেশে সাম্প্রদায়িকতার  বিরুদ্ধে তাদের বিভিন্ন কর্মসূচী  করে আসছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১