Home অন্যান্য লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে গ্লোবাল পাকিস্তান অ্যান্ড কাশ্মির সুপ্রিম কাউন্সিলের প্রতিবাদ সমাবেশ

লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে গ্লোবাল পাকিস্তান অ্যান্ড কাশ্মির সুপ্রিম কাউন্সিলের প্রতিবাদ সমাবেশ

  • বাঁধন দাসঃ

সেন্ট্রেল লন্ডনের এল্ডউইচে ভারতীয় হাইকমিশনের সামনে বুধবার (২৭ অক্টোবর) লন্ডন সময় দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  ব্যানার ফেস্টুন ও কাশ্মিরী পতাকা হাতে “গ্লোবাল পাকিস্তান অ্যান্ড কাশ্মির সুপ্রিম কাউন্সিল” নামের একটি সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান রাজা সিকন্দর খান বলেন, ১৯৪৭ সালের ২৭ অক্টোবর ভারত অন্যায়ভাবে জম্মুকাশ্মির দখল করে নেয়, একারণে তারা প্রতিবছর দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছেন।

রাজা সিকন্দর খানের সঞ্চানায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- কাশ্মির জামাতের নেতা ঈমাম রামজি, গ্লোবাল পাকিস্তান অ্যান্ড কাশ্মির সুপ্রিম কাউন্সিলের প্রেসিডেন্ট কালা খান, প্রেট্রিয়টিক ফ্রন্টের চেয়ারম্যান চৌধুরী তারিক মাহমুদ, আফজাল খান, কাউন্সিলার সাজিদা খান, শিখ নেতা গুরুচরন সিং প্রমুখ।

এসময় সমাবেশকারীরা কাশ্মিরের স্বাধীনতার দাবি জানিয়ে ‘আজাদি আজাদি’ শ্লোগান দেয়। এখানে উল্লেখ্য যে যদিও সমাবেশকারীরা স্বাধীনতার দাবি জানিয়ে শ্লোগান দেয়।

বক্তরা বলেন, আমাদের একদফা এক দাবি কাশ্মিরের স্বাধীনতা। এসময় বক্তারা ভারত বিরোধী শ্লোগান দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here