Home আন্তর্জাতিক পুরুষ নির্যাতন মামলায়, স্বামীর নিরাপত্তায় আদালত –

পুরুষ নির্যাতন মামলায়, স্বামীর নিরাপত্তায় আদালত –

0
পুরুষ নির্যাতন মামলায়, স্বামীর নিরাপত্তায় আদালত –

ব্রিকলেন নিউজঃ

যখন হাতের কাছে যা পান তাই দিয়েই স্বামীকে মারধর করেন স্ত্রী। ঝাঁটা, লাঠি, ক্রিকেট ব্যাট এমনকি, রান্না করার প্যানও রয়েছে অস্ত্র তালিকায়। অভিযোগ জানিয়ে আদালতে গেলেন স্বামী। আদালতের কাছে তাঁর অনুরোধ তাঁকে যেন স্ত্রী-র হাত থেকে বাঁচার জন্য যথাযথ নিরাপত্তা দেওয়া হয়।

রাজস্থানের জয়পুরের ঘটনা। স্ত্রী-র অত্যাচারের প্রমাণ সংগ্রহ করতে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন ওই স্বামী। সম্প্রতি তার ফুটেজ তিনি জমা দিয়েছেন আদালতে। মামলা করেছেন গার্হস্থ্য হিংসার। যথযথ প্রমাণ পেয়ে আদালতও স্বামীর নিরাপত্তার ব্যাবস্থা করার নির্দেশ দিয়েছে।

ওই ব্যক্তি পেশায় একটি কলেজের প্রিন্সিপাল। আদালতকে তিনি জানিয়েছিলেন, স্ত্রী-র অত্যাচারে সারা শরীরে কালসিটে পড়ে গিয়েছে তাঁর। মানসিক ভাবেও বিধ্বস্ত হয়ে থাকেন তিনি। আদালত মামলাটিতে তাঁর পক্ষেই রায় দিয়েছে।

(সূত্র- আনন্দবাজার)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here