অনলাইন ডেস্ক-
১লা ডিসেম্বর ২০২৫ ইংরেজী, ব্র্যাডফোর্ড শহরের শাপলা কমিউনিটি সেন্টারের যুক্তরাজ্য আওয়ামীলীগ ব্র্যাডফোর্ড শাখা কতৃক আয়োজিত বিক্ষোভ সভা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ড: শওকত আহমেদ এম বি ই’র সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ব্রাড ফোর্ড যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হকের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল অদুদ দারা এম পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ এর
হাবিবুর রহমান এমপি।বিশেষ অতিথি হিসাবে যথাক্রমে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আলহাজ জালাল উদ্দিন। সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ। মনোসংযোগ সম্পাদক রবীন পাল। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড: মিসবাহুর রহমান। শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জাগিরদার প্রমুখ।
সভায় আরও বক্তব্য রাখেন ব্রাড ফোর্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম,যুক্ত রাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুম, যুবলীগ নেতা রুহুল আমিন শিপলু, বিশিষ্ট সাংবাদিক নুরুল হক শিপু,
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিকুর রহমান ।উক্ত প্রতিবাদ সভায় বিপুল সংখ্যক ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ,অবৈধ ইউনুস সরকারকে উৎখাতের সংগ্রামে কাজ করার আহবান জানান। শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের মিথ্যা মামলা ,মিথ্যা স্বাক্ষী সাজিয়ে অবৈধ কোর্ট এর অবৈধ রায় দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরার পথ বন্ধ করতে চাইছে, দেশের মানুষ আজ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে ফেরত চাইছে। তাই মনোবল হারাবেন না । মুক্তিযুদ্ধ বিরোধীরা কখনো বিজয়ী হতে পারে নি। এবার ও পারবে না । মুক্তিযুদ্ধের বাংলাদেশ আওয়ামী লীগই আবার ফিরিয়ে আনবে বলে উল্লেখ করেন।



