গ্রেফতারী পরোয়ানা নিয়ে টিউলিপ সিদ্দীক এর আইনজীবীর বক্তব্য

Share on facebook
Share on twitter
Share on linkedin

ব্রিকলেন নিউজ- 

বাংলাদেশ কর্তৃপক্ষ কর্তৃক আমার মক্কেল টিউলিপ সিদ্দিক এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে প্রচারিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। টিউলিপ সিদ্দিক এমপি বা তার আইনজীবীদের সঙ্গে উল্লেখিত মামলার বিষয়ে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) বা বাংলাদেশের অন্য কোনো কর্তৃপক্ষ কোনো যোগাযোগ করেনি। আমি টিউলিপ সিদ্দিক এমপির পক্ষ থেকে নিম্নোক্ত বিবৃতি প্রদান করতে নির্দেশিত হয়েছিঃ

“গত কয়েক মাস ধরে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন গণমাধ্যমে টিউলিপ সিদ্দিক এমপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছে। এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, তথাপি টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের পক্ষ হতে অভিযোগসমূহের বিষয়ে লিখিতভাবে জবাব দেওয়া হয়েছে।

দুদক এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিক বা তাঁর আইনজীবীদের সঙ্গে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ করেনি এবং কোনো অভিযোগ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেনি। ঢাকায় তাঁর বিরুদ্ধে কোনো শুনানি হয়েছে বলে তিনি কিছু জানেন না এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সংক্রান্ত কোন তথ্যও তাঁর জানা নেই।

স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো ভিত্তি নেই এবং তিনি ঢাকায় অবৈধ উপায়ে কোনো প্লট পেয়েছেন–এই অভিযোগ সর্বৈব মিথ্যা।

তিনি কখনোই বাংলাদেশে কোনো প্লটের মালিক ছিলেন না এবং কখনোই তাঁর পরিবারের সদস্য বা অন্য কারো জন্য কোনো প্লট বরাদ্দে প্রভাব বিস্তার করেননি। দুদক এই অভিযোগ বা অন্য কোনো অভিযোগের পক্ষে কোনো ধরণের প্রমাণ উপস্থাপন করেনি এবং আমাদের দৃষ্টিতে এটি একটি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি পদক্ষেপ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০