আবার ও জঙ্গি সংগঠনের হিট লিস্ট !

Share on facebook
Share on twitter
Share on linkedin

লেখক ,কবি ,সাহিত্যিক  শিক্ষাবিদ ,এক্টিভিষ্টদের হত্যার হুমকি

অনলাইন ডেস্ক- 
জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম ৩৮ জন ব্যক্তির তালিকা প্রকাশ করেছে  যাদেরকে তারা হত্যা করার ঘোষণা  করছে । গত ১৬ ফেব্রুয়ারী  সামাজিক যোগাযোগ  মাধ্যমে হঠাৎ করে ছড়িয়ে পরে  আনসার আল ইসলাম’র প্রচারপত্রটি ।বাংলাদেশের গণমাধ্যমগুলো সংবাদটি এড়িতে গেলেওভারতের  মূলধারার গণমাধ্যম, সংবাদ মাধ্যমে বেশ গুরুত্ব সহকারে প্রচারিত  হয়েছে সংবাদটি।
উল্লেখ্য, ২০১৩ সালে  বাংলাদেশে যুদ্ধাপরাধীদের  বিচারের দাবীতে আন্দোলনের সময় এইরকম তালিকা  প্রকাশ করেছিল সংগঠনটি,এবং এই তালিকা ধরেই  থাবা বাবা, আশিকুর সহ  অসংখ্য  অনলাইন এক্টিভিস্টদের খুন করা হয়।
তাই এবারের প্রকাশিত তালিকার নাম নিয়ে  এক ধরণের ভীতি তৈরী হয়েছে।
ঘোষণা পত্রে  তারা লেখে ,
বাংলাদেশ আজ সত্যিকারের স্বাধীন। আমরা আমাদের লক্ষ্য পুরণে অবিচল।
কিন্ত ভারতের হিন্দুত্ববাদের আদর্শ ধারণকারিরা আমাদের বিজয়ের ধারাকে সমুন্নত রাখতে বাধার পাহাড় হিসাবে দাড়িয়ে আছে। নাস্তিক্যবাদী, হিন্দুত্ববাদী ভারতের দালাল কাফের ও তাদের দোসরেরা এখন অতি সক্রিয়। এই দেশ বখতিয়ার উদ্দিন খিলজি, ইশা খা, তিতুমীর এর ভুমি। বাংলাদেশ তথা গোটা বিশ্বকে বে দ্বীন ও মুরতাদ, কাফের মুক্ত করতে এবং গাজওয়াতুল হিন্দ এর প্রস্তুতি নিতে সকল নব জাগরিত মুসলিম নওজোয়ানের কাছে রইল জিহাদি দাওয়াত। যতক্ষন না আল কোরআন কে জীবন বিধান হিসাবে পাব আমাদের জিহাদ চলবে।
নিম্নোক্ত ধর্ম বিদ্বেষী, ব্যাক্তিবর্গ অনলাইনে ও অফলাইনে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই বাংলার নাগরিকত্ব বাতিল করা হোক। তাদের প্রতি আমাদের আদেশ, থামো অথবা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো –
রায়হান রশিদ,অমি রহমান পিয়াল, কাজী মামুন,তসলিমা নাসরিন, ডাঃ আইজুদ্দীন,আসাদ নূর,সুশান্ত দাশগুপ্ত,শাহরিয়ার কবির,ডঃ মোহাম্মদ জাফর ইকবাল,মাসুদা ভাট্টি,মুন্নি সাহা,আরিফ জেবতিক,ফজলুল বারী,সাহাদাত রাসেল,জুয়েল রাজ,আজম খান,আসিফ মহিউদ্দিন,নিঝুম মজুমদার, ওয়াদা ইসলাম ভুমি,সুব্রত শুভ,অনন্য আজাদ,কেমিক্যাল আলী,আশানুর রহমান খান,নিশিত সরকার মিঠু,মশিউর রহমান,শামিম আশরাফ,হাসান মুরশেদ,শুভ ডি কস্তা,জুয়েল আইচ,অভিষেক জিকু,নেহার হালদার
ডাল্টন সৌভাত হীরা,ফরিদ আহমদ ইমন,আমিনুল হক পলাশ
ধীরাজ বর্মন,প্রবির চন্দ্র পাল,নিলয় চক্রবর্তী,শুভ্র অধিকারী।
Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০