টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনে স্বাস্থ্য সুরক্ষা বিষেয়ে ট্রেনিং দিলো ইষ্টহ্যান্ডস ও ওয়ান্ডার

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিজ্ঞপ্তি:

স্বাস্থ্য, সুস্থতা এবং এর জন্য গতিশীলতা বৃদ্ধি কার্যকারিতা নিয়ে এক ওয়ার্কশপ ২৩শে নভেম্বর শনিবার পূর্ব লন্ডনের পপলারে এবার ফিন্ডি নেইবারহুড সেন্টারের হল রুমে অনুষ্ঠিত হয় । নিউরোডিজেনারেটিভ এবং বয়স্কদের জন্য কাজ করা সংস্থা রিহ্যাবিলিটেশন (ওয়ান্ডার) লিমিটেড -টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের সহযোগীতায় এই অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক চ্যারেটি সংস্থ্যা ইষ্টহ্যান্ডস । ওয়ার্কিং পার্টনার হিসেবে ছিলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ।

ওয়ার্কশপ শুরুতে ওয়ান্ডারের ভলান্টিয়ার ডিরেক্টর মোঃ জামিল ভূঁইয়ার সঞ্চালনায় শুরুতে বক্তব্য রাখেন ইস্ট হ্যান্ডসের প্রজেক্ট কো-অর্ডিনেটর সাংবাদিক আহাদ চৌধুরী বাবু। ওয়ার্কশপের প্যানেলিস্ট মোহাম্মদ এন উদ্দিন এইচসিপিসি, এমসিএসপি ক্রনিক নিউরো মাস্কুলোস্কেলিটাল এর উপর বক্তব্য উপস্থাপন করেন । ওয়ান্ডার ডিরেক্টর মুহাম্মদ আর করিম পলাশ এইচসিপিসি , এমসিএসপি, এনএইচএস ভঙ্গুরতা এড়ানো এবং পতন প্রতিরোধ করানিয়ে আলোকপাত করেন । এছাড়া তিনি ব্যায়াম, ফিটনেস এবং গতিশীলতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন।
সর্বোচ্চ এবং স্বাধীনতা বজায় রাখা বিষয়ে গ্রুপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এই বিষয় নিয়ে আলোকপাত করেন মুহাম্মদ আর করিম পলাশ, মোহাম্মদ এন উদ্দিন ও মো জহিরুল হক। ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহযোগী প্রফেসর-ইউসিএল-কুইন স্কয়ার ইনস্টিটিউট অফ নিউরোলজি , ওয়াল্ডারের উপদেষ্টা শাহ জালাল সরকার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্টিফিকেট তুলে দেন অংশ গ্রহণকারীদের হাতে ইষ্টহ্যান্ডস চ্যারাটির সিইও সাংবাদিক আ স ম মাসুম । ওয়ান্ডার, ইস্টহ্যান্ড এবং টাওয়ার হ্যামলেটস এবং টাওয়ার হ্যামলেটস কেয়ারার এসোসিয়েশনের এই যৌথ উদ্যোগকে সময় উপযোগী এবং সুস্থ শরীর মন এবং উদ্দিপনা যোগাতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মন্তব্য করেন অংশগ্রহণকারীরা । এতে কেয়ারার এসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানান সেক্রেটারী লিটন আহমদ । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা শাহান চৌধুরী , জগলু খাঁন , রেদওয়ান আহমদ। ইষ্টহ্যান্ডের চেয়ার নবাব উদ্দিন বলেন,ইষ্ট হ্যান্ডস এ ধরনের ওয়ার্কশপ এবং কেয়ার ওয়ার্কারদের সেবার মান বাড়ানো তাদের নিজেদের শরীর গঠণের বিষয় এবং সার্ভিস প্রভাইডারদের আরও যত্নশীল হওয়ার বিষয় নিয়ে কাজ করবে ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১