আপাসেনের ৪০ বছর পূর্তি উৎসব ও কেয়ার কনফারেন্স অনুষ্ঠিত:

Share on facebook
Share on twitter
Share on linkedin

কাজের স্বীকৃতি পেল ৫০ কেয়ার ওয়ার্কার

বিজ্ঞপ্তি –

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের স্বনামধন্য চ্যারিটি সংস্থা আপাসেন প্ৰতিষ্ঠানটির ৪০ বছর পূর্তি উপলক্ষে পূর্ব লন্ডনের একটি হলে কেয়ার কনফারেন্স ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠানের ক‍‍র্মক‍‍র্তা, কেয়ারার, ট্রাস্টিগণ ছাড়াও রেগুলেটরি অথরিটি, কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের প্রতিনিধিসহ কমিনিউনির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণিল রুপ নেয় এই অনুষ্ঠান। শুরুতেই সেতারের মোহনীয় সুর মুগ্ধতার আবেশ তৈরি করে অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে। ব্রিটিশ সরকারের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর বিল্ডিং সেইফটি অ্যান্ড হোমলেসনেস বিষয়ক মন্ত্রী রুশনারা আলী এমপিসহ লন্ডনের বিভিন্ন বারার মেয়র, কাউন্সিলর, বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আপাসেনের বোর্ড অব ট্রাস্টির চেয়ার লোকমান হোসেন, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই, কেয়ারারস ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অনীল প্যাটেল ও ব্রিটিশ মন্ত্রী রুশনারা আলী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গ্রেটার লন্ডনের ক্রয়ডন, ক্যামডেন, টাওয়ার হ্যামলেটস, নিউহ্যাম, রেডব্রিজ, ব্রেন্ট এবং বার্কিং এন্ড ড্যাগেনহাম কাউন্সিলের মেয়র, স্পিকারসহ বর্তমান ও সাবেক কাউন্সিলররা অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করেন ও তাদেরকে পুরষ্কার তুলে দেন। আউটস্ট্যান্ডিং কেয়ার অ্যাওয়ার্ড, স্টার কেয়ার অ্যাওয়ার্ড এবং ওয়ানস টু ওয়াচ কেয়ার অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে আপাসেনের বিভিন্ন প্রজেক্টে কাজ করা ৫০জনকে তাদের অসামান্য পারফরমেন্সের জন্য পুরষ্কৃত করা হয়। ব্রিটিশ মন্ত্রী রুশনারা আলী চার দশক ধরে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আপাসেনের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি আগামী দিনগুলোতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই বলেন, আপাসেনের চার দশকের পথচলায় কেয়ারারদের ভূমিকা বিশেষভাবে স্মরণযোগ্য। পাশাপশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন তিনি। প্রশ্নোত্তর পর্বে মাহমুদ হাসান এমবিই, মার্ক ফোল্ডস এবং অনীল প্যাটেল কেয়ারারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় মাহমুদ হাসান এমবিই জানান, এখন থেকে আপাসেন দুই বছর পর পর কেয়ার কনফারেন্স আয়োজন করবে। আপাসেনের চিফ অপারেটিং অফিসার মার্ক ফোল্ডস-এর সমাপনী বক্তব্যের ভেতর দিয়ে শেষ হয় কেয়ার কনফারেন্স ও ৪০ বছর পূর্তির বর্ণাঢ্য আয়োজন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০