অনলাইন-
৬ই সেপ্টেম্বর লন্ডনে নিজ বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন বিশিষ্ট সাংবাদিক কাদের মাহমুদ।
গত শতাব্দীর সত্তর ও আশির দশকে বিলেতে বাংলা সাহিত্য, সংস্কৃতি আর সাংবাদিকতার জগতে অন্যতম প্রাণপরুষ ছিলেন কাদের মাহমুদ। ১৯৬৯ সালে লন্ডনে “সাপ্তাহিক জনমত” পত্রিকাটি জন্ম নিলেও সত্তর দশকের মাঝামাঝিতে কাদের মাহমুদের হাত ধরেই পত্রিকাটি একটি আধুনিক, কমিঊনিটি বান্ধব প্রগতিশীল পত্রিকায় রূপ নেয়। বিলেতে বাঙালি কমিউনিটির বিকাশ ও ভিত্তি অর্জনের লড়াইয়ে “জনমত” পত্রিকার ভূমিকা অপরিসীম । কাদের মাহমুদ দীর্ঘদিন “জনমত”এর নির্বাহী সম্পাদক ছিলেন।
ষাট ও সত্তরের দশকে বাংলাদেশের লব্ধপ্রতিষ্ঠিত সাংবাদিক, কথা সাহিত্যিক কাদের মাহমুদ বিলেতবাসী হন বিবিসি বাংলায় চাকুরী নিয়ে। বিবিসি’র চাকুরীর মেয়াদ শেষ হলে যোগ দেন “সাপ্তাহিক জনমত”এ।
কাদের মাহমুদ ছিলেন একাধারে সাংবাদিক, কবি, ছড়াকার, গল্পকার, শিশুতোষ লেখক এবং প্রগতিশীল চিন্তা চেতনার প্রবন্ধকার। কাদের মাহমুদের জনপ্রিয় কলাম “জনৈকের জার্নাল” ব্যাপক পাঠক সমাদৃত ছিল।
বিলেতের সাংবাদিক মহলের অনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর আত্নার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জাানিয়েছেন ।