লণ্ডনে জাতির পিতার ভাস্কর্যে স্বাস্থ্য মন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

Share on facebook
Share on twitter
Share on linkedin
ব্রিকলেন নিউজ-
বর্হিবিশ্বে লন্ডনে স্হাপিত জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্হ্য মন্ত্রনালয়ের মাননীয় স্বাস্হ্যমন্ত্রী ডঃ সামন্তলাল সেন ,
 সরকারী সফরের অংশ হিসেবে লন্ডনে সফর করছেন  স্বাস্থ্য মন্ত্রী, লন্ডনে জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করে , বাংলাদেশের স্বাস্হ্যমন্ত্রী ডঃ সামন্ত লাল সেন  তাঁর বক্তব্যে বলেন দুনিয়ার বিভিন্ন দেশ ভ্রমন করেঁছেন পরবর্তী  প্রজ্ন্মের জন্য, বিশ্বের কোন দেশেই জাতির পিতার কোন ভাস্কর্য নাই ।পরবর্তী  প্রজন্ম  জানবে কি ভাবে, কে আমাদের মুক্তি দাতা, আমি সামন্তলাল কোন দিন চিন্তা করতেও পারি নাই আমি মন্ত্রী হবো যদি না বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন না করতেন, আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি জাতির পিতাকে , ডঃ সামন্ত লাল বলেন সোহরাওয়ার্দী  হাসপাতালে জাতির পিতা দিয়েছিলেন ৫ বেড আর  তাঁর মেয়ে দিলেন ৫০০  বেড ।
, লন্ডনে জাতির পিতার ভাস্কর্য দেখে আমি মুগ্ধ ও অবিভূত, বিশ্বাস হচ্ছিলো না এত সুন্দর ভাস্কর্য ।
আর আমার বড় ভাই  শ্রী সুরন্জিত সেন গুপ্ত উদ্ভোধন করেঁছেন , ধন্যবাদ আফছার খান সাদেক কে এই সাহসী কাজ করে বাংলাদেশকে বিশ্ব পরিমন্ডলে তুলে  ধরেছেন । শ্রদ্ধাঞ্জলি  পরবর্তী
সংক্ষিপ্ত  আলোচনা পরিচালনা করেন আব্দুল আহাদ চৌধুরী, বক্তব্য রাখেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম , ভাস্কর্যের প্রতিষ্ঠাতা  আফছার খান সাদেক , ডঃ কায়েছ, ডঃ সুবির সেন, ডঃ মাসুক , রবিন পাল , মিসবাহ সায়াদ, খসরুজ্জামান, সাদ আহমদ,হারুন মিয়া, ইকবাল খান সহ অনেকে ।
Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০