sumon hossain

অনুতপ্ত- এম হোসাইন সুমন

Share on facebook
Share on twitter
Share on linkedin

অনুতপ্ত 
কবি: এম হোসাইন সুমন

আমার যত পাপ তুমি তা দেখো
অনুতাপ টা যে হয় তা হিসেবে রেখো ।
তুমি ভালবেসে কি পারনা দিতে পার
তুমি যে রহিম রহমান আমার ।

আমার গোপন আশা পাপ কিনা
আশার দাস আমি বাঁচিনা পাপবীনা ।
তুমি দিলে মন,চিন্তার ধরন ,সাথে অনাচার
পাপে দিলে সুখ,স্রষ্টা বিমুখ, আবার হবে তার বিচার!

আমি পাপে মজা পাই , তারা পাপি বলে তাই ;
পুণ্য করে কি লাভ যদি আত্মতুষ্টি না পাই ?
দিনের পর দিন,পাপ -পুণ্যে বিলিন –
আমি পারিনা ফেরাতে তার সৃষ্টির ঋন ।

তুমি বল লা শারিক না দেখি তাঁরে –
আমি যে দেখি করি শরিক বারে বারে
কত আকার কত বিকারে গুরে বড়ায়
আলোক আন্ধ দোয়ার বন্ধ বলে চিনিনা তোমায়

ঐ যে আলো,ধর তারে ধর, খুলে যাক হৃদমাজার
দমেতে দম জিকির হরদম ,স্রষ্টা আর সৃষ্টি একাকার
আলোয় মাতন ,চমকিত জাহান, তুমি হে আলোক আমার
আমি প্রভু দেখি তাতে সৃষ্টি বিলাসে কেটে যায় আঁধার

পাপি ও বুঝে জান্নাত নাজাতে তুমি রহিম অপার
মানুষরূপে গড়,সে রূপেই মার, যেন মানুষ্যে জন্মি আবার
পূন্য বা পাপ সবি অনুতাপ, যদি তুমি না ফিরে চাও
সৃষ্টিতে আমি বড় ব্যভিচারী, মালিক; ক্ষমা করে দাও ॥

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১