আরো বেশ কিছু আসনে প্রার্থী অপেক্ষমাণ তালিকায় আছেন বলে জানিয়েছেন আলী ফারুকী।
তালিকা ঘেঁটে দেখা গেছে, চট্টগ্রাম বিভাগে ২৮টি আসনে প্রার্থী দিয়েছে তরীকত ফেডারেশন।
এ ছাড়া রাজশাহী বিভাগে ১৬টি আসনে, ময়মনসিংহ বিভাগের ১১টি আসনে এবং রংপুর বিভাগের আটটি আসনে প্রার্থী ঘোষণা করেছে তরীকত ফেডারেশন।
তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।