আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের দেওয়া রান তাড়ায় নেমে ওপেনিংয়ে রেকর্ড জুটি গড়েন ফারজানা হক ও মুর্শিদা খাতুন।
দুই ওভার পর ফেরেন মুর্শিদাও। ১০৬ বলে ৫৪ রান করেন তিনি। ৮৮ বলে দেখা পান ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির। তার আউটের পরপরই রানআউটে ফেরেন ফাহিমা খাতুন।
এর আগে টস জিতে ব্যাট করা পাকিস্তানের মেয়েরা দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তবে একাই লড়াই করেন সিদরা আমিন।
তার ব্যাটে ভর করে বাংলাদেশকে ১৬৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় পাকিস্তান। সিদরার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৪ রান। ১৪৩ বলে ৩টি চারের মারে এই রান করেন সিদরা। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে সাদাফ শামসের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ২ উইকেট নেন রাবেয়া খান। ১টি করে উইকেট নেন ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি ও স্বর্ণা আক্তার।