ব্রিকলেন ডেস্ক:
গত ৫ মে যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে,বিপুল ভোটের ব্যবধানে লিভারপুল এর এইজ হিল থেকে, লেবার পার্টির মনোনয়নে, প্রথম বারের মত স্থানীয় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন পাটোয়ারী।
নাজমুল হোসেন পাটোয়ারী লিভারপুল লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তাঁর বাবা মুক্তিযোদ্ধা এস এম আবুল হাসেম পাটোয়ারীর নোয়াখালীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মা নূরজাহান হাসেম। পাঁচ ভাই বোনের মধ্য চতুর্থ নাজমুল হোসেন পাটোয়ারী
১৯৯৬ সালে ফেনী চাঁদগাজী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এস এস সি পাশ করে যুক্তরাজ্যে আসেন।এবং সুইন্ডন ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন টেকনোলজিতে মাস্টার্স সম্পন্ন করেন। নাজমুলের বিজয়ে লিভার পুলের বাঙালি কমিউনিটিতে সবাই উচ্ছ্বসিত। লিভার পুলে বাঙালিদের দীর্ঘ ইতিহাস থাকলেও স্থানীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করার ঘটনা এই প্রথম।


লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ লিভার পুলের চেয়ার, শেখ ছুরত মিয়া আছাব বলেন,
আমি দীর্ঘ ৪০ বছর ধরে, লিভারপুলে বসবাস করার কল্যানে সামাজিক সাংস্কৃতিক ও রাজনীতির সাথে জড়িত।দীর্ঘ দিনের একটা স্বপ্ন ছিল অন্তত বাঙালি একজন কাউন্সিলর যেন আমরা নির্বাচিত করতে পারি। সম্মিলিত প্রচেষ্টায় আমার সেই স্বপ্নটা বাস্তব রূপ পেয়েছে।
লিভার পুল প্রেসক্লাবের সহ সভাপতি সবুর হোসেন বলেন, আমরা খুবই আনন্দিত। নাজমুলের মত তরুণের বিজয়ে আগামীতে আরো অনেকেই রাজনীতিতে আগ্রহী হবেন। লিভারপুলে বাঙালিদের অবস্থান আরো সুদৃঢ় হবে।