তিশার ছবি চুরি করে ভূয়া ভাইরাল!

Share on facebook
Share on twitter
Share on linkedin

ব্রিকলেন নিউজ-

ফেসবুক থেকে ছবি চুরি করে, মডেল অভিনেত্রী  তিশার নামে খোলা ফেইক ফেসবুক পেইজ থেকে,তাঁর নামে দেয়া   ভূয়া স্ট্যাটাস নিয়ে তোলপাড়।  সেই ভূয়া পেইজ এর সূত্রে বাংলাদেশের   গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে নানা সংবাদ।

সেসব দেখে তিশার ভেরিফাইড আইডি থেকে  দেয়া বক্তব্য হুবুহু পাঠকদের জন্য তুলে দেয়া হলো…

 

প্রিয় ভাই-বোনেরা, গত কয় দিন ধরে দেখছি আমার নামে খোলা একটা ফেইক পেজ থেকে আমার আর ফারুকীর ছবি দিয়ে একটা বানোয়াট স্ট্যাটাস শেয়ার হচ্ছে।করোনা থেকে সুস্থ হওয়ার পর আমার আর ফারুকীর একটা ছবি আমি শেয়ার করেছিলাম। সেই ছবিটা চুরি করে তার সাথে মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস লিখেন ঐ ফেইক পেজের অ্যাডমিন! “সুন্দর পুরুষের চেয়ে দায়িত্বশীল পুরুষ ভালো” টাইপের কিছু একটা। গত কয়দিনে অনেকেই শেয়ার করেন। আজকে দেখি সেই স্ট্যাটাস থেকে পত্রিকায় নিউজও হয়ে গেছে।

আমি এই ফেইক স্ট্যাটাসের জন্য খুবই বিরক্ত।কারন আমার চোখে আমার হাজব্যান্ড দায়িত্বশীলতো বটেই, খুব সুন্দরও বটে। 

প্রিয় ভাই-বোনেরা, দয়া করে ঐ ফেক পেজটাকে রিপোর্ট করলে আমি খুবই খুশী হবো !
আর সাংবাদিক ভাই-বোনেরা, দয়া করে চেক করে নিবেন আমার নামে যে কথা প্রচার হচ্ছে সেটা আমার ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়েছে কিনা।
ধন্যবাদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১