- ব্রিকলেন রিপোর্টঃআগামী ৩১ অক্টোবর লন্ডনে একটি কনফারেন্সে যোগ দেয়ার কথা ছিল ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর। মঙ্গলবার মালয়েশিয়া থেকে লন্ডনের উদ্দ্যেশ্য যাত্রা শুরু করে তিনদিনেও লন্ডন এসে পৌঁছান নাই মিজানুর রহমান আজহারী। আয়োজকরা তার আগমন নিয়ে কোন মন্তব্য করতে রাজী হচ্ছেন না। আর এতে করে ডালপালা ছড়াচ্ছে নানা গুঞ্জন।মালয়েশিয়া থেকে তিনদিনে ও লন্ডনে না পৌঁছায়, যুক্তরাজ্যে তার ভিসা বাতিলের বিষয়টি আলোচনায় চলে আসে। বিশেষ করে ইহুদী বিরোধী ও হিন্দুদের মূর্তিপূজা নিয়ে তার বিতর্কিত বক্তব্যের কারণে , তার যুক্তরাজ্য সফরকে সহজ ভাবে নেন নি বাংলাদেশি প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক গোষ্ঠীর লোকজন। আজহারীকে যুক্তরাজ্যে নিষেদ্ধের দাবী জানিয়ে ক্যাম্পেইন করেন অনেকে। তাই আজহারীর যুক্তরাজ্য সফর সৃষ্টি করেছে এই ধ্রুম্রজালের। যুক্তরাজ্য সরকার তার ভিসা বাতিল করেছে নাকী অন্য কোন কারণে তাকে কাতার থেকে লন্ডনগামী বিমানে উঠতে দেয়া হয়নি সেটি কোন পক্ষই পরিস্কার করে বলে নি।
আজহারীর যুক্তরাজ্য সফরের আয়োজক আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুক এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজী হননি। তিনি জানান, সময় হলে এই ব্যাপারে নিজেই আনুষ্ঠানিক বক্তব্য দিবেন। আইওন টিভি কতৃপক্ষ কোন বক্তব্য না দেয়াতে আজহারীর যুক্তরাজ্য ভ্রমনের নিষেধাজ্ঞার বিষয়টির বিশ্বাসযোগ্যতা মজবুত ভিত্তি পেয়েছে
আজহারীর লন্ডন সফর নিয়ে বিভ্রান্তি!
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on facebook
Share on twitter
Share on linkedin